বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে ২ ছাত্রীর মৃত্যু
বগুড়ার শেরপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন ভাটরা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জিমি খাতুন (১২) ও সিরাজগঞ্জের কাজীপুরের বেলতলা সুমন মিয়ার মেয়ে মিম আক্তার (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। এছাড়া দুজনই স্থানীয় ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, মিমের বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তাই ভাটরা গ্রামস্থ নানা সুমন আলীর বাড়িতে থেকে পড়াশোনা করছে। ঘটনার দিন বেলা ১১ টার দিকে ওই দুই ছাত্রী অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে।
একপর্যায়ে সাঁতার না জানা জিমি খাতুন পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় ফুফাতো বোন মিম আক্তার। কিন্তু সেও পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় অন্য শিশুদের চিৎকারে লোকজন এসে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সংবাদ দেওয়া হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের লাশ ভেসে ওঠে।
বিজ্ঞাপন
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই বোন নিখোঁজ হয়েছে, এমন খবরে ঘটনাস্থলে ছুটে যাই। সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিলেন। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ পানিতে ভেসে ওঠে।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর