ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় (আইসিটি অ্যাক্ট) জামিন পেয়েছেন সাংবাদিক তানভীর হাসান তানু। দুপুর সাড়ে ৩টায় তিনি এই মামলায় জামিনে মুক্ত পায়। পরে স্থানীয় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত তানভীর হাসান তানু।

রোববার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরে স্থানীয় সহকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় সাংবাদিক তানুকে। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহানসহ জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক তানভীর হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। 

পরে সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই তিন সাংবাদিকের নামে মামলা দায়ের করেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মামলার খোঁজ নিতে থানায় গেলে তানুকে গ্রেফতার করা হয়। দিবাগত রাত ১টার দিকে তানুর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

জামিনে মুক্তি পেয়ে সাংবাদিক তানভীর হাসান তানু ঢাকা পোস্টকে বলেন, আমি ধন্যবাদ জানাই আদলতের বিচারককে, যিনি আমার সত্য প্রতিবেদনটিকে বিবেচনায় নিয়েছেন। আমি সব সময় সত্যের পক্ষে লড়াই করে যাব। সেই সঙ্গে জেলার যেকোনো দুর্নীতির সংবাদ আমি তুলে ধরব।

তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই জেলার সকল সংবাদকর্মী ভাইদের। সেই সঙ্গে বিশেষ ধন্যবাদ জানাই বিভিন্ন জেলায় কর্মরত সংবাকমী-সম্পাদকসহ আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের। যারা অল্প সময়ের মধ্যে আমার গ্রেফতারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঝড় তুলেছিলেন। সাংবাদিকরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে সত্যের জয় হবেই।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ঢাকা পোস্টকে বলেন, একজন সাংবাদিক সবসময় সত্যের পথে চলেন। সাংবাদিকের নামে মামলা এটা খুবই কষ্টদায়ক বিষয়। সাংবাদিকরা কখনো অন্যায় করেন না। তারা সবসময় সত্যের পথে লড়াই করেন। আজ আদালতের বিচারক সব বিবেচনায় নিয়ে তানুকে জামিন দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আদালতকে। আজ সত্যের বিজয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আবারও প্রমাণ হলো সত্য জয় হয়।

নাহিদ রেজা/ওএফ