ছাত্রলীগের প্রচেষ্টায় পরিবার খুঁজে পেল উর্মি
ছাত্রলীগের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু উর্মি খুঁজে পেয়েছে আপন ঠিকানা। ৬ ঘণ্টা বিভিন্ন স্থানে মাইকিং ও মোটরসাইকেলে শিশুর পরিবারের সন্ধানে নেমে পড়েন ওই সংগঠনের কর্মীরা। অবশেষে স্কুলের সূত্র ধরে পরিবারের দেখা পান তারা।
সোমবার (১২ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার গাজিরচটের সোনিয়া মার্কেট এলাকার বাবা নুরুল ইসলামের হাতে উর্মিকে তুলে দেওয়া হয়। হারানো উর্মিকে পেয়ে আবেগাপ্লুত হন তার বাবা-মা।
বিজ্ঞাপন
আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান রবিন ঢাকা পোস্টকে বলেন, কাঠগড়া উত্তরপাড়া এলাকায় ওই শিশুকে কান্নাকাটি করতে দেখে রাজশাহীর এক ব্যক্তি রাজু নামের এক স্থানীয় ব্যক্তির মাধ্যমে তার অফিসে দিয়ে যান। শিশুটি শুধু তার নাম বলতে পারে।
পরে তিনি আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লার সহযোগিতা চান। পরে তিনি ৫টি মোটরসাইকেল নিয়ে ৫ জনকে পাঠিয়ে দেন। তারা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিতে থাকেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়।
বিজ্ঞাপন
পরে শিশুটি তার স্কুলের নাম বললে সেই স্কুল খুঁজে বের করা হয়। বসুন্ধরা মডেল স্কুলের শিক্ষকদের সহযোগিতায় বাবা-মাকে খুঁজে বের করা হয়। পরে রাত ৯টার দিকে বাবা-মার হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।
জাহিদুর রহমান রবিন বলেন, এমন কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। এর আগেও পথ হারানো এক বৃদ্ধাকে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।
আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা জানান, রবিন ছোটবেলা থেকেই পরোপকারী। অন্যকে সহযোগিতা করতে নিজেকে উজাড় করে দেয়। এমন একজন কর্মী পেয়ে আমরা সত্যিই গর্বিত।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক রেজাউল করিম শাওন, ঢাকা জেলা উওর ছাএলীগের সাংগঠনিক সম্পাদক রনি শেখ ও ২ নম্বর ওয়ার্ড সভাপতি আল-আমিন শিশুর পরিবারকে খুুঁজে পেতে সহযোগিতা করেছেন।
মাহিদুল মাহিদ/এমএসআর