নাটোরের গুরুদাসপুরে ককটেল সদৃশ চারটি বস্তুর সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১২ জুলাই) দুপুরে পৌর শহরের উত্তর নারীবাড়ী এলাকায় সেগুলোর সন্ধান পাওয়া যায়। 

নাটোর থেকে র‌্যাব ও পুলিশের একটি বিশেষ টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রাত আটটা পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লকডাউন চলায় বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। এ কারণে বাজারে মানুষের উপস্থিতি কম। দুপুরে পৌর শহরের উত্তর নাড়িবারই এলাকার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে লাল টেপ মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে একটি পলিথিন ব্যাগের ভেতরে একই ধরনের আরও তিনটি বস্তু দেখতে পায়। 

তিনি বলেন, খবর পেয়ে নাটোর থেকে র‌্যাব ও পুলিশের বিশেষ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বস্তুগুলো ককটেল কি না, তা পরীক্ষা করা ও ধ্বংস করার জন্য ঢাকায় বম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

তাপস কুমার/আরএইচ