চাঁদপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডের শয্যা বাড়ানো হচ্ছে
চাঁদপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের শয্যা ৬০ থেকে ৯০টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে শয্যার চেয়ে রোগী বেশি। এ অবস্থায় চাঁদপুর চক্ষু হাসপাতালেও ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করার প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জুলাই) চাঁদপুর জেলার করোনা পরিস্থিতিসহ আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনায় এসব কথা জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের যে কোনো একটি বড় প্রাইভেট হাসপাতালকে করোনা আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরের চিন্তা-ভাবনা করা হচ্ছে। জেলায় করোনা পরিস্থিতি যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল তা হয়নি। বরং চাঁদপুর জেলায় করোনা শনাক্তের হার বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছি। সেটি হচ্ছে- জেলার প্রতিটি ইউনিয়নে একটি কমিটি গঠন করে দিয়েছি। এ কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর সদস্য হিসেবে মেম্বার, স্কুলশিক্ষক, মসজিদের ইমাম, ব্লক সুপারভাইজার, হেলথ প্রোভাইডারকে রাখা হয়েছে। এ কমিটি করোনা আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করবে, স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচার-প্রচারণা চালাবে, টিকা দেওয়ার কাজে সহায়তা করবে। সার্বিকভাবে তারা করোনা প্রতিরোধে সহায়তা করবে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্যাহ বলেন, ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল। এটির শয্যা বাড়ানো হবে। বর্তমানে করোনা ইউনিটে ৬০টি শয্যা রয়েছে। এ হাসপাতালে আরও ৩০টি শয্যা বাড়ানো হবে।
শরীফুল ইসলাম/আরএআর