অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে আড়াই বছর কারাভোগ শেষে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন বাকপ্রতিবন্ধী কিশোরসহ তিন ভারতীয় নাগরিক। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী ভারতের ইমিগ্রেশন কর্মকর্তার নিকট তাদেরকে হস্তান্তর করেন। 

ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের হিলির ধরন্দা গ্রামের বিনত দেব নাথের ছেলে মানিক দেব নাথ (৩০), উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে তাজো মুহাম্মদ (৪০) ও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগাছ গ্রামের বরদুল মুহাম্মদের ছেলে বাকপ্রতিবন্ধী কিশোর অকিল মুহাম্মদ ।

হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী জানান, তিনজন ভারতীয় নাগরিক আড়াই বছর কারাভোগের পর আজ ভারতে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা বিজিবির হাতে আটক হয়েছিলেন। 

আরএআর