বেহাল অবস্থায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্যগুদামের সংযোগ সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে খাদ্যগুদাম সংযোগ সড়কে চাতালকল মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে চাতালকল মালিক সমিতির নেতৃবৃন্দ ও চাল ব্যবসায়ী এবং কৃষকরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা চাতালকল মালিক সমিতির সভাপতি বাবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক স্বপন ভূইয়া, আশুগঞ্জ উপজেলা চাতালকল মালিক সমিতি সহ-সভাপতি দারুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পরিত্যক্ত রেল লাইনের উপরের সড়কটি গত ৫০ বছর ধরে আশুগঞ্জ খাদ্যগুদামের সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু সড়কটি মাটির হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কাদা ও পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে খাদ্যশস্য লোড-আনলোডের জন্য ট্রাকগুলো আসতে পারে না। এ অবস্থায় সড়কটি প্রয়োজনীয় সংস্কার করে বিটুমিনাস কার্পেটিং করার জন্য কার্যাদেশ দেয় খাদ্য বিভাগ। কিন্তু কাজ শুরু হওয়ার পর রেলওয়ের একটি চক্র কাজ বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত এ সড়কটি প্রয়োজনীয় সংস্কার ও বিটুমিনাস কার্পেটিং করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, খাদ্যগুদামের সংযোগ সড়কটি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে খাদ্য বিভাগ থেকে বিটুমিনাস কার্পেটিং করার কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু রেলওয়ে থেকে এর বিরোধিতা করা হচ্ছে। বিষয়টি চিঠির মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আজিজুল সঞ্চয়/এসকেডি