নোয়াখালীর সুবর্ণচরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সুল করিম (২৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সুল করিম একই উপজেলার চরবৈশাখ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে গিয়ে দেখেন ইমাম মসজিদের ফ্লোরে পড়ে আছেন। মুসল্লিরা তার ডান হাতে পোড়া দাগ দেখতে পান। তখন তারা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, গত ৩৭ দিন আগে তাকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনি জোহরের নামাজের আজান দেওয়ার জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হাসিব আল আমিন/আরএআর