সাভারে সক্রিয় গরু চোর চক্র, আটক ৫
ঈদুল আজহা ঘিরে সক্রিয় হওয়া গরু চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুটি গরু উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে আশুলিয়ার হ্যাচারি মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বগুড়ার কাহালু থানার আড়োলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), বগুড়া সদরের কাঠনালপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মুকুল শেখ (৪৫), একই জেলার শাহাজানপুর থানার আশিকপুর (শাহাপাড়া) গ্রামের মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), নন্দীগ্রাম থানার শহরকুড়ি গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর (সিকদার বাগ) গ্রামের ইমান আলী শেখের ছেলে খোমেজ শেখ (৪০)। তারা সবাই গরু চোর চক্রের সক্রিয় সদস্য।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার রোকনের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। এ ব্যাপারে অভিযোগ দায়ের করলে নড়েচড়ে বসে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও আসওয়াদুর রহমান। পরে আশুলিয়ার জামগড়া, শিমুলতলা ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তারা ঈদুল আজহা ঘিরে গরু চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে চক্রের পাঁচ সদস্যকে দুটি গরুসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
মাহিদুল/এসপি