চুয়াডাঙ্গায় করোনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরকত আলী জোয়ার্দার (১০০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) ভোরে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত বরকত আলী জোয়ার্দার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের মৃত হারুন মন্ডলের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সাজিদ হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ১১ ডিসেম্বর বরকত আলীর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বলেন, শনিবার ভোরে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বরকত আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১১ ডিসেম্বর করোনাভাইরাস শনাক্ত হয় তার। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার মরদেহ বিধি অনুযায়ী দাফনের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬১৫ জনের। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৫০৩ জন।
জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ সাত হাজার ১০৯টি, প্রাপ্ত ফলাফল ছয় হাজার ৮৮৯টি, পজিটিভ এক হাজার ৬১৫টি, নেগেটিভ পাঁচ হাজার ৪৯৯টি।
শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৪২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন নয়জন। চুয়াডাঙ্গায় করোনায় এ পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
এএম