বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় বাগেরহাটে মানববন্ধন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শওকত হোসেন, মুক্তিযোদ্ধা ঋষিকেশ বাবু, শিবপদ ঘোষ, মলিক মোহাব্বাত, আব্দুল হাকিম, নজু মলিক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট জেলা সভাপতি মাসুম হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর অবমাননা আমরা সহ্য করব না। যুদ্ধ ছেড়ে দিয়েছি, অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ রয়েছে আমাদের। দেশে আর একবার যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা করা হয়— তাহলে মুক্তিযোদ্ধারা বসে থাকবে না।
এমএসআর
বিজ্ঞাপন