টিফিনের টাকায় ১ লাখ চারা বিতরণ
বৃক্ষ রোপণ করছেন লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুরে গাছের চারা বিতরণ শুরু করেছে লাল-সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষার্থীদের টিফিনের টাকায় কেনা এক লাখ গাছের চারা বিতরণ করছে সংগঠনটি।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরের তাজহাট জমিদার বাড়িতে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে রংপুর জেলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ‘সবুজ প্রকৃতি সবুজ দেশ, বাঁচব মোরা গড়ব দেশ’ স্লোগানে গাছের চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, তারা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকায় কেনা এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও গত ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ৬১টি জেলায় ৯৬ হাজার ৩০০ গাছের চারা বিতরণ করেছেন। মূলত শিক্ষার্থীদের হাতেই ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এর পাশাপাশি সাধারণ মানুষও সংগঠনটির চারা পেয়েছে।
লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিবছর সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে এক লাখ করে গাছের চারা বিতরণ করে আসছে। এছাড়াও সবুজ বনায়নের সঙ্গে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
বিজ্ঞাপন
এদিকে তাজহাট জমিদার বাড়িতে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রকৌশলী রবিউল হাসান রিপন, তাজহাট জমিদার বাড়ির সহকারী কাস্টোডিয়ান এস এম হাসনাত, সংগঠক মৃদুল অধিকারী, লাল-সবুজ উন্নয়ন সংঘের রংপুর জেলার সহ-সভাপতি মারুফ মীর, পীরগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, পঞ্চগড় শাখার ক্রীড়া সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর