নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে পড়ে আহত কিশোরগঞ্জের কটিয়াদীর পারুল আক্তারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে পারুল আক্তারের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল। আহত পারুল সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা।

অনুদানের চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম, সহশ্রাম ধুলদিয়া ইউপির চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

এর আগে ১১ জুলাই লাফিয়ে পড়ে নিহত করিমগঞ্জের মিনা আক্তারের (৩৩) স্বামী হারুন মিয়ার হাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আলম।

রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জের ২০ নারী-পুরুষ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এছাড়া কারখানার তিনতলা থেকে লাফিয়ে আহত অবস্থায় ফিরে এসেছেন কটিয়াদীর গৌরীপুর গ্রামের আসমা আক্তার ও সোহাগ মিয়া।

এসকে রাসেল/এমএসআর