ভারত থেকে ফেরা যাবে তিন দিন, যাওয়া যাবে প্রতিদিন
করোনার সংক্রমণরোধে ৭ম ধাপে আবারো ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলপথে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ১৭ দিন বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে সপ্তাহে তিন দিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ভারত থেকে ফেরা যাবে এবং বাংলাদেশ থেকে প্রতিদিন যাওয়া যাবে।
এর আগে ১৪ জুলাই পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে নিষেধাজ্ঞা জারি ছিল। তবে এ নিষেধাজ্ঞার মধ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণকারীরা শর্ত সাপেক্ষে দুই দেশের মধ্যে ভ্রমণের সুযোগ থাকবে। এছাড়া আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
জানা যায়, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা গ্রহণ ও ভ্রমণ ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করত। করোনা সংক্রমণের ভয়াবহতায় নানান বিধি-নিষেধে বর্তমানে দিনে এ যাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭০ থেকে ৮০ জনের মধ্যে।
গত বছর ভারতে প্রথম করোনা সংক্রমণ শুরু হলে ১৩ মার্চ ভারত সরকার স্থলপথে বাংলাদেশের সঙ্গে অনিদিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে ২৩ মার্চ স্থল ও রেলপথে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়। এছাড়া একই মাসে বন্ধ ঘোষণা করা হয় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীবাহী সরকারি-বেসরকারি পরিবহন সেবা।
বিজ্ঞাপন
পরবর্তীতে করোনা সংক্রমণ পরিস্থিতি কমে এলে চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্যিক সেবা বিবেচনায় গত বছরের ১৪ আগস্ট থেকে প্রথমে মেডিকেল ভিসা পরে বিজনেস ও শিক্ষা ভিসায় ভ্রমণের সুযোগ দেয় ভারত সরকার। সংক্রমণ রোধে বন্ধ রাখা হয় ট্যুরিস্ট ভিসা। এর আগে আড়াই মাস পর গত বছরের ৭ জুন আমদানি, রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাণিজ্যও সচল করা হয়েছিল।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, করোনা সংক্রমণ শুরুর প্রথম থেকেই স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল কাস্টমস হাউজ সচল রেখে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে। তবে করোনা সংক্রমণরোধে কাস্টমস হাউজে স্বাস্থ্যবিধি রক্ষার ওপর আরো জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দেশের শিল্প কলকারখানা উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকারি নির্দেশনায় বন্দরের কার্যক্রম আগের মতই সচল রয়েছে। ভারত থেকে যেসব ট্রাক চালক পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করবে তাদের পিপি ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বন্দরের বাইরে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ট্রাক চালকদের। গতকাল বুধবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৪৪ ট্রাক পণ্য আমদানি ও ৯৬ ট্রাক পণ্য ভারতে রফতানি হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহাসান হাবিব জানান, ভ্রমণ নিষেধাজ্ঞা ৩১ জুলায় পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ যাত্রীদের ভ্রমণের সুযোগ থাকছে না। তবে যাদের ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে তারা শর্ত সাপেক্ষে দুই দেশের মধ্যে ভ্রমণ করছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভারত থেকে ফিরেছেন ৭৬ জন। সপ্তাহে তিন দিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ভারত থেকে ফেরা যাবে। এছাড়া বাংলাদেশ থেকে প্রতিদিন যাওয়া যাবে ভারতে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ইমিগ্রেশন কার্যক্রম।
তিনি আরো জানান, ভারত থেকে যারা ফিরেছেন তাদের বেনাপোল ও যশোরের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরবর্তীতে সংক্রমণ ঝুঁকিমুক্ত হলে তারা বাড়ি ফিরছেন।
আতাউর রহমান/এমএএস