পাটুরিয়ায় যাত্রীবাহী বাসের চাপ নেই, পার হচ্ছে ট্রাক
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নেই যাত্রীবাহী বাসের চাপ। যে কারণে ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, যাত্রীবাহী বাস না থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ৩ নং ফেরিঘাটে দিয়ে পণ্যবাহী ট্রাক নৌপথ পার হচ্ছে। এ সময় কিছু সাধারণ যাত্রী ও ব্যক্তিগত ছোট গাড়ি ফেরিতে পার হতে দেখা গেছে।
বিজ্ঞাপন
অন্যদিকে পাটুরিয়া ট্রাক টার্মিনাল দুটিতে আড়াইশ সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল ৮টা ৪০ মিনিটে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা আমানত শাহ ফেরি কোরবানির পশু বোঝাই কয়েকটি ট্রাক, পণ্যবাহী ট্রাক এবং ঢাকামুখী কিছু যাত্রী নিয়ে পাটুরিয়া ৪ নং ফেরিঘাটে নোঙর করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস কম থাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। তবে রাজধানী থেকে আসা দক্ষিণাঞ্চলের কিছু যাত্রীও ফেরিতে করে নৌপথ পারাপার হচ্ছে। নৌপথে সবগুলো ফেরি চলাচল করায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে পারে।
বিজ্ঞাপন
এদিকে পাটুরিয়া ও আরিচা লঞ্চঘাটে ৩৪টি লঞ্চ চলাচল করছে বলে জানিয়েছে পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি। তিনি বলেন, আরিচা-কাজিরহাট নৌপথে চলছে ১৭টি লঞ্চ আর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলছে ১৭টি যাত্রীবাহী লঞ্চ। স্বাস্থবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে নৌপথে চলাচল করছে এসব লঞ্চ।
সোহেল হোসেন/এসপি