আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। 

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আহসান হাবীব এহসান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান বরাত, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা প্রমুখ। 

এ সময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ শাখার উপদেষ্টা পরিষদের সদস্য শামস এলাহী অনু সরকার, সূর্য্য বারি, নজরুল সংগীতশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের জিকো, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটে সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক উত্তম কুমার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব আহমেদ উপস্থিত ছিলেন।

শুভ কুমার ঘোষ/এমএসআর