বাগেরহাটে ২৪ ঘণ্টায় ৩৩৮ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন তিনজন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৭৭ জন। মৃত্যু হয়েছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন।

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২০২ জন। রোববার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৮ জন, মোল্লাহাটে ১৯, ফকিরহাটে ৯, মোড়েলগঞ্জে ১০, মোংলায় ৬, এবং শরণখোলায় ১০ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর বলেন, বাগেরহাটে এক দিনে নতুন করে ১০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন তিনজন।

তিনি আরও বলেন, আসন্ন কোরবানি উপলক্ষে খুব বেশি ছোটাছুটি না করে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তা না হলে পরিস্থিতি বেশি খারাপ হতে পারে।

তানজীম আহমেদ/এমএসআর