দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ছাত্রের স্বপ্ন পূরণ করলেন ডিসি
দৃষ্টিপ্রতিবন্ধী মো. নাদিমের জন্ম দরিদ্র কৃষক বাচ্চু মিয়া ঘরে। বাচ্চু মিয়ার চার সন্তানের সংসার। পরিবারের অভাব-অনটনের মধ্যেই পড়াশোনার জন্য নাদিমকে সংগ্রাম করতে হয়েছে। পড়াশোনার প্রতি অদম্য আগ্রহের কারণে প্রতিবন্ধকতা ও দরিদ্রতা নাদিমকে দমিয়ে রাখতে পারেনি।
স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে নাদিম এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাদিমের প্রয়োজন একটি ল্যাপটপ কেনার। কিন্তু নাদিমের বাবা প্রতিদিন হারভাঙা পরিশ্রম করে যা পান তা দিয়ে কোনোমতে চলে সংসার। সেই সংসারে ল্যাপটপ তো সোনার হরিণ।
অবশেষে নাদিম ল্যাপটপ কেনার জন্য টাকা চেয়ে আবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বরাবরে। সেই আবেদন দেখে পাকুন্দিয়ায় মঙ্গলবাড়ীয়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. নাদিমকে অফিসে ডেকে পাঠান ডিসি।
রোববার (১৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৩৫ হাজার টাকার একটি চেক নাদিমের তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ল্যাপটপ পেয়ে উচ্ছ্বসিত নামিদ জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলাম ঢাকা পোস্টকে বলেন, ল্যাপটপ কেনার জন্য নাদিমের অর্থসহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাধীন তহবিল থেকে তাকে ৩৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে।
এসকে রাসেল/এমএসআর
বিজ্ঞাপন