ঠাকুরগাঁও সদর উপজেলায় লেভেলক্রসিংয়ে আটকে পড়া মাহিন্দ্রকে ধাক্কা দিয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। পথে একটি বালুভর্তি মাহিন্দ্র ট্রাক্টর আখানগর লেভেলক্রসিংয়ের ওপর উঠলে চাকা আটকে যায়।

এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্র ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দ্বিখণ্ডিত অংশগুলো রেললাইনের দুই পাশে পড়ে থাকে। এছাড়াও ট্রেনের সামান্য ক্ষতিও হয়েছে। দুর্ঘটনার পর ১০ মিনিটের মতো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকার পর আবার গন্তব্যস্থলে চলে যায়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ঘটনার পর মাহিন্দ্র ট্রাক্টরের দ্বিখণ্ডিত অংশগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেই সঙ্গে এ দুর্ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাহিদ রেজা/এমএসআর