রাজশাহীজুড়ে করোনায় আরও ৯ জনের প্রাণহানি
রাজশাহী বিভাগজুড়ে আরও ৯ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনা। ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৩, বগুড়ায় ২, চাঁপাইনবাবগঞ্জে ২, রাজশাহীতে একজন এবং নাটোরে একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল এক হাজার ১৮৩ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৯৩৩ জনের। এ নিয়ে করোনা সংক্রমণ দাঁড়াল মোট ৭৬ হাজার ২১ জনের।
এ পর্যন্ত বিভাগে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ হাজার ১৯৮ জন।
বিজ্ঞাপন
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ১৫৬ জন। একই দিনে হাসপাতাল ছেড়েছেন ৭৩৮ জন। এ নিয়ে বিভাগে করোনাজয় করেছেন ৫১ হাজার ৭৬৮ জন।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয় , এক দিনে যে ৯৩৩ জনের করোনা ধরা পড়েছে তার মধ্যে ২৪৬ জনই বগুড়া জেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
এছাড়া রাজশাহীতে ২২২, পাবনায় ১৮৬, সিরাজগঞ্জে ১২২, নাটোরে ১২১, নওগাঁয় ২৩, জয়পুরহাটে ১০ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ জনের করোনা ধরা পড়েছে।
২৪ ঘণ্টায় বিভাগে যে ৯ জন মারা গেছেন তার মধ্যে তিনজনই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে দুজন, বগুড়ায় দুজন, রাজশাহীতে একজন এবং নাটোরে একজন করে মারা গেছেন। এক দিনে নওগাঁ, জয়পুরহাট ও পাবনা জেলায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৫০৪, রাজশাহীতে ২১৩, চাঁপাইনবাবগঞ্জে ১৩১, নওগাঁয় ১১৪, নাটোরে ৯৭, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৪৬ এবং পাবনায় ৩২ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর