পুলিশি পাহারায় সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। করোনাকালীন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল চুরির মামলায় তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩। 
 
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস কুমার সরকার।

তিনি জানান, সোমবার সকালে ভেন্ডাবাড়ি ইউনিয়নের চাতাল বাজার এলাকা থেকে মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করে র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল। পরে তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বিকেলে তাকে চাল চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে চাল পাচারের সময় পীরগঞ্জের গুঞ্জিপাড়া থেকে ওএমএস এর ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর আটক করে পুলিশ। ট্রাক্টর চালক ইসমাইল, হেলপার রিয়াদ ও লেবার জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে এই ঘটনায় স্থানীয় ওএমএস ডিলার মনোয়ার হোসেন মন্ডল এবং চাল ব্যবসায়ী রবিউল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা হলে পুলিশি তদন্তে ওএমএস ডিলার মনোয়ার হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে। পরে তাকেও ওই মামলায় আসামি করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় দীর্ঘদিন থেকে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ জানান, সরকারি চাল আত্মসাৎ করে কালো বাজারে বিক্রির জন্য ওএমএস ডিলার মনোয়ার হোসেন, চাল ব্যবসায়ী রবিউল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় পুলিশ তদন্ত করে ডিলার মনোয়ার হোসেনের ছেলে মঞ্জুর হোসেন মন্ডলের সম্পৃক্ততা পেয়েছেন।

উল্লেখ্য, ওএমএস ডিলার মনোয়ার হোসেন স্থানীয় ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলের বাবা। তার ব্যবসা দেখাশুনা করেন ছেলে মনজুর হোসেন মন্ডল। স্থানীয়দের অভিযোগ, ওএমএস ডিলার ও তার ছেলে এলাকার প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময়ে চাল পাচারের এমন অনেক ঘটনা ঘটিয়েছে। 

এসপি