বরিশালের উজিরপুর উপজেলায় আটক যুবেকর ওপর থানায় ঢুকে হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন থানার ওসি জিয়াউল আহসান। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন লাঞ্ছিত হওয়া নারীর ভাই মুন্ডপাশা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৪), মাইনুল ইসলাম রাজীব (২৭), সালাম শেখের ছেলে হাসান শেখ(২৬), মোতালেব খানের ছেলে সাইফুল ইসলাম(২৫), শহিদ হাওলাদারের ছেলে সজল হাওলাদার(২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) তার বাবার দোকানে বসা ছিলেন। এ সময়ে দোকানের পণ্য বেচাবিক্রি নিয়ে এক ক্রেতার সঙ্গে ঝগড়া বাধে অনিকের। অনিক ও ওই ক্রেতার মধ্যে মারামারি হলে সেখানেই বসে থাকা এক নারী শারীরিকভাবে লাঞ্ছিত হন। ওই নারী বিষয়টি পুলিশকে ও তার স্বজনদের জানান। পুলিশ এসে অনিককে হেফাজতে নেন। খবর পেয়ে ওই নারীর স্বজনরা পুলিশের হেফাজতে থাকা অনিককে থানায় ঢুকে হামলা চালান।

এ বিষয়ে থানার ওসি জিয়াউল আহসান বলেন, থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সুদেব ও এসআই মাহাবুব এবং এএসআই হাসান তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপরও হামলা চালান তারা।

ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন। তারা যে নির্দেশনা দেবে, সে অনুসারে হামলাকারীদের ওপর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এনএ