চোর সন্দেহে সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে নির্যাতন
গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় সন্ধ্যা রানী
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে চুরি করার অপরাধে সন্তানদের সামনে তাদের মাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। আদিবাসী নারায়ণ বর্মণের স্ত্রী সন্ধ্যা রানীকে (৩৫) গাছে বেঁধে নির্যাতন করেন প্রতিবেশী মনিরুল ইসলামের পরিবারের লোকজন।
রোববার (১০ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
চুরি যাওয়ার ঘটনার জের ধরে ৩ জানুয়ারি শিশু পলাশকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করা হয় এবং মায়ের কাছে চুরির জিনিসপত্র আছে মর্মে স্বীকারোক্তি আদায় করা হয়। এরপর ৯ জানুয়ারি মনিরুলের দুই বোন খুকি (৩৭) ও সুমি আক্তার (৩২) সন্ধ্যা রানীর বাড়ি গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তুলে নিয়ে যান।
মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা সন্ধ্যা রানী দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। তার ছোট ছেলে পলাশ (৮) একই গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে প্রায়ই খেলা করত। ঘটনার ১৫ দিন আগে সন্ধ্যার ছেলে পলাশ প্রতিবেশী মনিরুল ভূইয়ার বাড়ি থেকে ঘুড়ি বানানোর জন্য পত্রিকা নিয়ে আসে। পরে সেই ঘুড়ি বানিয়ে মনিরুলের বাড়ির শিশু সন্তানদের সঙ্গে ঘুড়ি ওড়ায়। ওই দিনই মনিরুলের বাড়ি থেকে স্বর্ণ ও টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরি হয় বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
আরও জানা যায়, চুরি যাওয়ার ঘটনার জের ধরে ৩ জানুয়ারি শিশু পলাশকে বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করা হয় এবং মায়ের কাছে চুরির জিনিসপত্র আছে মর্মে স্বীকারোক্তি আদায় করা হয়। এরপর ৯ জানুয়ারি মনিরুলের দুই বোন খুকি (৩৭) ও সুমি আক্তার (৩২) সন্ধ্যা রানীর বাড়ি গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তুলে নিয়ে যান।
পরে তারা সন্ধ্যা রানীকে বাড়ির পাশের করিম ভূইয়ার বাগানের একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। এ সময় মনিরুল ভূইয়া তার দুই ছেলে মোস্তফা ও দুই বোন মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামের মহানন্দ চন্দ্র বর্মন বলেন, ঘটনার দিন সন্ধ্যা থেকে প্রায় চার ঘণ্টা সন্ধ্যা রানীকে বেঁধে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার ছয় মাসের শিশুসন্তান মায়ের বুকের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করলেও শিশুকে দুধ খেতে দেয়নি।
মামলার আসামি মোস্তফা ভূইয়া বলেন, আমার ছোট বোনের গয়না চুরি করে সন্ধ্যা রানীর ছেলে পলাশ। সে চুরি করা গয়না তার মায়ের কাছে জমা দেয়। বারবার চাইলেও তারা দেয় না। তাই আমার ছোট বোন সুমি সন্ধ্যা রানীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ছাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এনএ