ট্রাকচাপায় ২ ছাত্রদল কর্মীর মৃত্যু, যানবাহনে আগুন
দুই ছাত্রদল কর্মীর মৃত্যু ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা (ইনসেটে লুৎফুর রহমান ও সজিব)
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরের ফাজিল চিশত এরাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ট্রাকচাপায় দুইজনের মৃত্যুর খবরে ফাজিল চিশত ও সুবিদবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা ৪টি ট্রাকে আগুন দেয় ও ১৫টি ট্রাক ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১২টার দিকে পুলিশের সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- লুৎফুর রহমান (২০) ও সজিব (২৫)।
সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, নিহত লুৎফুর ও সজিব ছাত্রদলের কর্মী ছিল। তারা দুইজনই বনকলাপাড়া এলাকার বাসিন্দা। এর মধ্যে লুৎফুরের মূল বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা এলাকা থেকে আসা একটি ট্রাক ফাজিল চিশতের তারাদিন রেস্টুরেন্টের সামনে লুৎফুর ও সজিবের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের ঢাকা পোস্টকে বলেন, ঘাতক ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা অবরোধকারীদের বুঝিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। নিহত দুই ব্যক্তির মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।
এদিকে, ট্রাকে আগুন ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার দিবাগত রাত ১২টার দিক সিলেটে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকেরা। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেন।
এসপি