বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গে ৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৩৭ জন ও সুস্থ হয়েছেন ১৪৪ জন। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে বগুড়া জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় মৃত হলেন ধুনটের হুমায়ুন কবীর (৪৮), সদরের আকতারুজ্জামান (৭০) এবং কাহালু চাঁনমিয়া (৭৫)। মৃতরা সবাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. সাজ্জাদ জানান, ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪ নমুনায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। এদের মধ্যে সদরের ২৭ জন, গাবতলীতে ৫ জন, শিবগঞ্জে ৪ জন এবং নন্দীগ্রামে একজন রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন এবং ৫২৬ জন মারা গেছেন। জেলায় বর্তমানে ২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর