দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এ সময় নতুন করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৮৫ জন।

রোববার (২৫ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৭১২ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। এ সময় জেলা সদর ও বিরলে করোনায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯৬ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২৯ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২০ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন।

এসপি