সাভারে ভবন ধসে স্কুলছাত্রীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় একটি পুরাতন ভবন সংস্কারের সময় দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মাসহ আহত হয়েছেন আরও ৩ জন। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার জিরানীবাজার সংলগ্ন মদিনা কলোনি এলাকার আলী হোসেনের তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মিনা কুষ্টিয়া সদরের পূর্ব রসুলপুর থানার পূর্ব রাতুলপুর গ্রামের হাবীবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকায় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো। আহতরা হলেন- চায়ের দোকানদার আলম (৩৫), সাজ্জাদ হোসেন সাজু (৪৫), নিহতের মা রেখা আক্তার। রেখা বেগম হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনতলা ওই ভবনটির সংস্কারের কাজ চলছিল। দুপুরে ভবনের পাশের সড়ক দিয়ে মিনা ও তার মা কেক কেনার জন্য দোকানে যাচ্ছিল। এ সময় ভবনটির দেয়াল ধসে পড়ে মিনা গুরুতর আহত হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মাসহ আরও ২ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সংস্কারের কারণে ভবনটি ধসে পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভবনের পাশের দোকানগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

এসপি