সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী সাব্বির আলী (৪৫)। এ ঘটনায় স্ত্রী রেবা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করে সাব্বির আলীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (২৬ জুলাই) ভোরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টার দিকে সেখান থেকেই রেবা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
রেবা বেগম বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। সাব্বির আলী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে আশুলিয়ার ওই এলাকায় বসবাস করে সিকিউরিটি গার্ডের চাকরি করে আসছিলেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নিহতের ছেলের বরাত দিয়ে পুলিশ জানায়, আশুলিয়ার নয়ারহাট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন রেবা-সাব্বির দম্পতি। অভাব অনটনের সংসারে আয়ের উৎস ছিল সীমিত। এসব নিয়ে প্রায়ই কলহ সৃষ্টি হতো। ঘটনার দিন তাদের মধ্যে কলহ সৃষ্টি হলে সাব্বির আলী কাঁচি দিয়ে রেবার গলায় আঘাত করে। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে চিকিৎসকরা রেবাকে মৃত ঘোষণা করেন। সাব্বির আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বিষয়টি এখনো তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।
মাহিদুল মাহিদ/এসপি