চিনি মিশিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়
চিনি মিশিয়ে খেজুর গুড় তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মানিকগঞ্জে হরিরামপুরে খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে ৪ জনকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় খেজুর রসে ভেজাল থাকায় পাঁচ হাড়ি রসও নষ্ট করা হয়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালের দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.সাইফুল ইসলাম এ জরিমানা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে বিচারক মো সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, উপজেলার সরদার পাড়া এলাকায় কিছু মৌসুমী অসাধু ব্যবসায়ী খেজুরের রসের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ভেজাল গুড় তৈরির সত্যতা পাওয়া যায়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় সরদার পাড়া গ্রামের লাল খাঁকে দশ হাজার টাকা, হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা, আকেজদ্দিনকে পাঁচ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুরের রস নষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
বিজ্ঞাপন
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, হরিরামপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিনসহ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এসপি