আমি আমেরিকায় যাচ্ছি, আপনারা শান্ত থাকবেন : কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে আগামীকাল কোম্পানীগঞ্জ ত্যাগ করব। আমেরিকা থাকাকালীন আপনারা (নেতাকর্মী) শান্ত থাকবেন। কোম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সোমবার (২৬ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সঙ্গে চা-চক্রে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যবান হয়ে কাজ করতে হবে। কোনো হানাহানি কোম্পানীগঞ্জে হবে না। আপনারা সকলে শান্ত থাকবেন। কোনো অনুষ্ঠান করতে হলে সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে করবেন। আমি চাই শান্তির জনপদ কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসুক।
কাদের মির্জা আরও বলেন, আমার অনেক আগে যাওয়ার কথা ছিল। নানা কারণে যেতে পারি নাই। আগামীকাল আমেরিকার উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ ত্যাগ করব। সেখানে চিকিৎসা নিতে আমার প্রায় ১০ দিন সময় লাগতে পারে। আপনারা সকলে শান্তশিষ্ট কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠায় যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কাদার হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহ-সভাপতি হাসান ইমাম বাদল, জামাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর ভৌমিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পৌরসভায় তৃতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।
হাসিব আল আমিন/এমএএস