টাঙ্গাইলের ভূঞাপুরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ১২ জন বন্ধুর মধ্যে ১১ জন সাঁতরিয়ে তীরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবক উপজেলার পাথাইলকান্দী গ্রামের আব্দুল সালামের ছেলে মোতালেব সরকার (২৬)।

বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া যমুনা নদীর নির্মিতব্য বঙ্গবন্ধু রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ১২ জন বন্ধু মিলে ইঞ্জিনচালিত খেয়া নৌকা নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যাচ্ছিল। এসময় নৌকাটি পাশেই বঙ্গবন্ধু রেল সেতুর কাজে ব্যবহৃত একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটির একপাশ তলিয়ে যায়। এসময় ১১ জন পাশে থাকা জাহাজের বোর্ড ধরে উপরে উঠে আসে। কিন্তু মোতালেবের মোবাইল নৌকার মধ্যে পড়ে যাওয়ায় সেটি উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি।

নিখোঁজ মোতালেবের বন্ধু নিজামুদ্দিন জানান, ঘটনার পরপরই নিখোঁজ মোতালেবকে উদ্ধারে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়। এরপর টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। অনেক খোঁজাখুঁজি করেও মোতালেবকে খুঁজে পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু বক্কর জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পলশিয়া গ্রামের বঙ্গবন্ধু রেল সেতুর কাছাকাছি একটি ইঞ্জিলচালিত নৌকাডুবির ঘটনার সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসের ডুুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

অভিজিৎ ঘোষ/এমএএস