বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে পাঁচজন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন ও সুস্থ হয়েছেন ১৩৮ জন। আক্রান্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার কাহালু উপজেলার ইউসুফ (৬০) ও সারিয়াকান্দির জহুরা বেগম (৭০) এবং সদরের খাদিজা (৬৮) মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া বগুড়ার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোয় অন্যান্য জেলার আরও ৫ জন মারা গেছেন করোনায়। অন্যদিকে বগুড়া ৫ জন বাসিন্দা করোনা উপসর্গে মারা গেছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া বগুড়ায় সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫০২ নমুনায় নতুন করে আরও ১১২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় একজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৩৩ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে সদরের ৭৩, শেরপুর ৯, শিবগঞ্জ ৬, গাবতলী ৬, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৪, ধুনটে ৩, সোনাতলায় ২, শাজাহানপুরে ২, আদমদীঘি ও কাহালুতে একজন করে।
ডা. তুহিন আরও জানান, এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩৮ জন। এ পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯ জন এবং ৫৪২ জন মারা গেছে। এ ছাড়া জেলায় ১ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
সাখাওয়াত হোসেন জনি/এনএ