করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার দোহারে বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে টানিয়ে দেওয়া হচ্ছে লাল পতাকা। 

বৃহস্পতিবার সকাল থেকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বেশ কয়েকটি এলাকায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কোয়ারেন্টাইন নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। পরে বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন বিজিবি ও দোহার থানা পুলিশ। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দোহারে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলোতে শতভাগ লকডাউন নিশ্চিত করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে হাটবাজারগুলোতে অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

ফারুক আহমেদ/ওএফ