চাঁদপুরে সরকারঘোষিত কঠোর লকডাউন না মেনে অযথা ঘোরাফেরা করায় ৪৪ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে শহরের পর্যটনকেন্দ্র বড়স্টেশনসহ বিভিন্ন স্থানে ঝটিকা অভিযানে তাদের আটক করা হয়।

জানা যায়, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, লকডাউন নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। কিন্তু এর পরেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে অযথা ঘোরাফেরা করছেন। আজকে ৪৪ যুবককে আটক করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই। আগামীতেও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেড, আক্কাস আলী স্কুলের মাঠ ও চাঁদপুর প্রেসক্লাবসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খেলাধুলা ও আড্ডারত যুবকদের আটক করা হয়।

শরীফুল ইসলাম/এমএসআর