চট্টগ্রামে মানাহিল হাসপাতালে কানেক্ট দ্য ডটসের সহযোগিতা
করোনাকালে অসংখ্য রোগীর সেবা দিয়ে আসছে আল মানাহিল নার্চাল জেনারেল হাসপাতাল। বর্তমানে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর অক্সিজেনের।
এ অবস্থায় শনিবার বিকেলে দাতব্য প্রতিষ্ঠান কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন চট্টগ্রাম হালিশহরের ফুল চৌধুরীপাড়ায় অবস্থিত আল মানাহিল নার্চাল জেনারেল হাসপাতালে রেসপাইরেটরি ইকুইপমেন্ট হস্তান্তর করেছে। ইকুইপমেন্টগুলোর মধ্যে রয়েছে উচ্চমান সম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিজেন সিলিন্ডার।
বিজ্ঞাপন
ইকুইপমেন্ট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল বিন জমির উদ্দীন, মহাব্যবস্থাপক ইসমাইল চৌধুরী, কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন, সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান রোকসানা শাহরিয়ার, ট্রাস্টি সদস্য হোসাইন রিফাত, স্বেচ্ছাসেবক মো. কায়সার প্রমুখ।
কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন করোনার শুরু থেকে জরুরি ওষুধ সরবরাহ, অক্সিজেন সিলিন্ডার ব্যাংক তৈরি করে বিনামূল্যে করোনা রোগীদের সরবরাহ করা, বিভিন্ন করোনা বিশেষায়িত হাসপাতালে হাই-ফ্লো হিউমিডিফায়ার এবং অক্সিজেন কনসেনট্রেটর প্রদান, বিনামূল্যে মাস্ক বিতরণ, করোনাকালীন যেসব মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তাদের জন্য দীর্ঘমেয়াদি বৃত্তি চালু করা, নিম্ন মধ্যবিত্তদের জন্য খাবার বিতরণসহ নানা সেবামূলক কাজ করেছে ফাউন্ডেশনটি।
বিজ্ঞাপন
এমএএস