ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি
সভাপতি আজহারুল ইসলাম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক হিমুন সরকার (ডানে)
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে আজহারুল ইসলামকে সভাপতি এবং হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে জেলার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং নয়জন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও সদস্যপদ পেয়েছেন দুজন।
এদিকে, জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিল করে আরও একটি নতুন কমিটির দাবিতে বিক্ষোভ করেছেন সাবেক নেতারা। কমিটি ঘোষণার পর রাতে শহরের চৌড়াস্ত মোড়ে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
ঘণ্টাব্যাপী বিক্ষোভে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়াসহ আরও অনেকে। বক্তব্য শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নাহিদ রেজা /আরএইচ