১৫ আগস্টের মধ্যে মাদকসেবী ও ব্যবসায়ীদের তালিকা চান নাটোরের ডিসি
আগামী ১৫ আগস্টের মধ্যে নাটোরের মাদকসেবী ও ব্যবসায়ীদের তালিকা চেয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। তালিকা ধরে ধরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।
শনিবার (৩১ জুলাই) বিকেলে লাইট হাউস আয়োজিত ‘স্থানীয় সরকারের বাজেটে মাদক নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য বাজেট বরাদ্দ ও তা বাস্তবায়ন’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সভায় জনপ্রতিনিধিরা বলেন, যে কোনো নির্বাচনের আগে প্রার্থীর ডোপ টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। যাতে কোনো মাদকসেবী বা ব্যবসায়ী জনপ্রতিনিধি হতে না পারে।
বিজ্ঞাপন
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে এই অনলাইন সভায় আরও বক্তব্য দেন নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, লালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক আলী, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সিংড়া উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ
সভায় স্বাগত বক্তব্য দেন লাইট হাউসের প্রধান নির্বাহী মো. হারুন-অর-রশিদ। এরপর সভার মূল বক্তব্য তুলে ধরেন দাঁড়াও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুব্রত কুমার পাল।
বিজ্ঞাপন
তাপস কুমার/আরএআর