চাঁদপুরে বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা চাচাতো ভাই  শহিদুল। রোববার (১ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণের মাস্টার বাঁকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কামরুল ওই গ্রামের মিলন বকাউলের ছেলে। কামরুল ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি কোম্পানিতে পারটেক্স বোর্ডের কাজ করেন বলে স্বজনরা জানিয়েছেন।

সহপাঠী মুন্না বকাউল জানান, রোববার (১ জুলাই) সকালে তারা মাস্টার বাজার এলাকায় ঘুরতে বের হয়ে রাস্তার একটি ব্রিজের ওপর বসে বেশ কিছুক্ষণ সময় কাটান কামরুল ও শহিদুল। পরে আকাশের অবস্থা ঘোলাটে দেখে তারা একত্রে বাড়ির দিকে রওয়ানা দেন।

বাড়ি সামনে আসতেই বজ্রপাতে তারা আহত হয়। পরে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. ফরহাদুল করিম কামরুলকে মৃত বলে ঘোষণা করেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরহাদুল করিম বলেন, বজ্রপাতের কারণে সে হয়তো ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।

শরীফুল ইসলাম/এমএসআর