রোববার খুলে দেওয়া হয়েছে দেশের শিল্প ও কলকারখানা। পাশাপাশি শনিবার রাতের ঘোষণায় আজ দুপুর ১২টা পর্যন্ত খুলে দেওয়া হয় সব গণপরিবহন। এতে স্বাভাবিক নিয়মেই কর্মস্থলে ফিরছে মানুষ। যার ফলে অত্যাধিক চাপ পড়েছে সিরাজগঞ্জের মহাসড়কে।

তবে গাড়ির চাপ থাকলেও রোববার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কের কোথাও যানজট নেই। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক, মুলিবাড়ি রেলগেট ও নলকা সেতু এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

তবে মহাসড়কে কমে এসেছে বাস। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী ও ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. আব্দুল গণি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গাড়ির চাপ থাকলেও রাস্তায় কোনও যানজট নেই। তবে নলকা সেতু এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

কড্ডা এলাকা থেকে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল গণি বলেন, কড্ডা এলাকা একদম স্বাভাবিক রয়েছে। তবে মহাসড়কে গাড়ির প্রচুর চাপ রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি রেলগেট এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মিলি আক্তার ঢাকা পোস্টকে জানান, সেতু পশ্চিম এলাকায় যানবাহনের অত্যাধিক চাপ থাকায় কিছুটা ধীরগতি আছে, তবে যানজট নেই।

শুভ কুমার ঘোষ/এমএসআর