ঠাকুরগাঁওয়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৭ জন। রোববার (১ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় চার দিনে ১১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। এছাড়া নতুন শনাক্ত হয়েছেন ৩২৩ জন।  এর মধ্যে ২৯ জুলাই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।

৩০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২০ জন ও মারা গেছেন ১ জন। ৩১ জুলাই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৬ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। ১ আগস্ট ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০৭ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ৩০৭ নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সদর উপজেলায় ১ জন, পীরগঞ্জ উপজেলায় ২ জন, রানীশংকৈলে ১ ও হরিপুরে ২ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ৫ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮০ জন ও মৃত্যুবরণ করেছেন ১৭৬ জন।

নাহিদ রেজা/এমএসআর