কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আবুল কালাম নামের এক পুলিশ কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১ আগস্ট) সন্ধ্যায় ফুলবাড়ী থানার আয়োজনে আনন্দঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ আগস্ট) সকালে থানা থেকে বিদায়ের সময় পুলিশ সদস্যরা অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালামকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানিয়ে সুসজ্জিত সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেন।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলীর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার সার্কেল এসপি সুমন রেজা। এ সময় ওসি তদন্ত সরওয়ার পারভেজ ও ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত কনস্টেবল আবুল কালাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার পশ্চিম কাশীরাম গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে। তিনি ১৯৮৪ সালের ১ জুন বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ৩৮ বছর চাকরি করার পর অবসরে যান তিনি।

আবুল কালাম বলেন, চাকরি জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জোটে না। আমি আজ সত্যিই আনন্দিত। আমার অবসরে যাওয়ার সময় এমন সম্মান প্রদর্শন করার জন্য বাংলাদেশ পুলিশ ও ফুলবাড়ী থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, পুলিশ কনস্টেবল আবুল কালাম অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছি আমরা। তারপর সাজানো গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, তিনি দীর্ঘ ৩৮ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে গেছেন, এটা বাংলাদেশ পুলিশের গর্ব। এই প্রথম কোনো সদস্যকে আমার এভাবে বিদায় জানিয়েছি।

মো. জুয়েল রানা/এনএ