এক কোটি টাকার ঋণ নবায়ন মঞ্জুর না করায় পটুয়াখালীর গলাচিপা শাখার অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. নাজমুল হাসানকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২ আগস্ট) উপজেলা  অগ্রণী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপকের কক্ষে এ ঘটনা ঘটে। মেসার্স চৌধুরী ট্রেডলিংকের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ব্যাংক ব্যবস্থাপক।

তিনি অভিযোগ তুলে বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ব্যবসায়ী মেসার্স চৌধুরী ট্রেডলিংক এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরী ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে বসেন। এসময় তার পূর্বের করা ৬০ লাখ টাকার লোনসহ আরো ৪০ লাখ টাকা মোট এক কোটি টাকার লোন বর্ধিত ঋণ মঞ্জুরি না করায় তিনি ক্ষুব্ধ হন।

তিনি জানান, রাহাত চৌধুরীর আগের যে ৬০ লাখ টাকা ঋণ রয়েছে তারপরও আরো ৪০ লাখ টাকার যে ঋণ বর্ধিত করতে চায় তা তার জামানতে ঋণের আওতাবহির্ভূত। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে রাহত চৌধুরী শাখা ব্যবস্থাপক নাজমুলের জামার কলার ধরে মারধর করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে পেপার ওয়েট দিয়ে টেবিলের গ্লাস ভাঙচুর ও কাগজপত্র নষ্ট করেন। এসময় ব্যবস্থাপকের চিৎকার শুনে ব্যাংকের অন্যান্য কর্মচারীরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

এ ঘটনায় গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে ব্যাংকে গিয়ে সরেজমিন পরিদর্শন করে। এর আগেই অবস্থা বেগতিক দেখে রাহাত পালিয়ে যান। 

এ বিষয়ে গলাচিপা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর পরই অগ্রণী ব্যাংকের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত মেসার্স চৌধুরী ট্রেডলিংকের স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন রাহাত চৌধুরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস