গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৫ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ৮৮ জন।

তবে শনাক্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪৫ জন এবং অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার মোট ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫১ জন পুরুষ এবং ৩০ জন নারী রয়েছেন। নতুন করোনা শনাক্তরা হলেন, জেলার সদর উপজেলায় ৩৩ জন, পূর্বধলা উপজেলায় ৮ জন, বারহাট্টা উপজেলায় ৬ জন, কেন্দুয়া উপজেলায় ৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮ জন, আটপাড়া উপজেলায় ৮ জন, কলমাকান্দা উপজেলায় ৫ জন, মদন উপজেলায় ৫ জন, মোহনগঞ্জ উপজেলায় ২ জন ও খালিয়াজুরী উপজেলায় ১ জন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। তারা হলেন জেলার মোহনগঞ্জ উপজেলার ৫০ বছর বয়সের এক মহিলা এবং মদন উপজেলার ৭০ বছর বয়সের এক পুরুষ। তারা দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুবরণ করেন।

মো. জিয়াউর রহমান/এনএ