হিলি বন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে
চাল নিয়ে বন্দরে প্রবেশ করছে ট্রাক
দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে স্বল্প সময়ের মধ্যে চাল আমদানি করা হবে- এমন ঘোষণার পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। তবে শনিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত আমদানি করা চালগুলো বিভিন্ন আইনি জটিলতার কারণে পানামা পোর্টের অভ্যন্তরে আটকে ছিল। ফলে চালগুলো সময়মতো খালাস করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষের দাবি, সকল প্রতিকূলতা কাটিয়ে খালাসসহ চাল আমদানি স্বাভাবিক রয়েছে।
হিলি শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৫৪টি ট্রাকে ২৯শ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। সবগুলো চাল নন বাসমতি। এতে সরকার প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। মেসার্স জগদিস এন্টারপ্রাইজ এবং হেনা এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান চালগুলো আমদানি করেছেন।
বিজ্ঞাপন
এদিকে, শুল্কায়ন ও মূল্য জটিলতার কারণে আমদানি করা চালগুলো বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে আটকে ছিল। পরে সেই জটিলতা কাটিয়ে সোমবার রাত ১০টা থেকে চালগুলো খালাস শুরু হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জগদিশ এন্টারপ্রাইজের ম্যানেজার শ্রীপদ রায় বলেন, সরকারের বিভিন্ন শর্তাবলী মেনে চালগুলো আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ৬শ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। বাকি এলসি করা চালগুলো দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, চাল আমদানি শুরু হলে এবং সঠিক সময়ে দেশের বিভিন্ন মোকামে আমদানি করা চাল সরবরাহ করতে পারলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করবে।
এদিকে, হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দীর্ঘ ৩৫ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স জগদিশ এন্টারপ্রাইজ, হেনা এন্টারপ্রাইজ ছাড়াও অনান্য প্রতিষ্ঠান চাল আমদানির জন্য এলসি করেছে। প্রথমদিকে আমদানি করা চালগুলো বিভিন্ন আইনি জটিলতার কারণে আটকে ছিল। এতে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। সোমবার থেকে খালাস শুরু হওয়ার কারণে আবারও চাল আমদানি বেড়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, কিছু আইনি জটিলতা থাকায় হিলি স্থল বন্দর দিয়ে গত তিনদিন ধরে আমদানি করা চালগুলো ছাড় করতে পারিনি। বিষয়টি সমাধান হয়েছে। বন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। এখন থেকে নন বাসমতি চাল সর্বনিম্ন ৩৭০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করে ছাড় দেওয়া হবে এবং ৪২৫ মার্কিন ডলার মূল্যের অধিক আমদানি মূল্য হলে সেই মূল্যেই সেটি শুল্কায়ন করে ছাড় দেওয়া হবে।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৯০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে প্রায় ২ কেটি ৫০ লাখ টাকা।
এসপি