শেবাচিমের করোনা ইউনিটের সামনে অক্সিজেনের দাবিতে সমাবেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে অক্সিজেন সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালের ইউনিটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, করোনা ইউনিটে দিন দিন রোগীর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ অক্সিজেন সংকট। এখানে একটি অক্সিজেন সিলিন্ডার পেতে হলে কমপক্ষে ৬/৭ ঘণ্টা একজন রোগীকে অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, করোনা ইউনিটে অক্সিজেনের জন্য রোগীদের হাহাকার চলছে। দক্ষিণাঞ্চলবাসীর জন্য শেষ চিকিৎসাকেন্দ্র শেবাচিম হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট না থাকায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞাপন
বাসদের বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা দফতর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য রিতা ব্যাপারী, ভুক্তভোগী রোগীর স্বজন দেবাশীষ, কামাল হোসেন, আবু বক্কর প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষ মুখে মুখে বলছে হাসপাতালে অক্সিজেনের কোনো অভাব নেই। অথচ এখানে ভর্তি হওয়া রোগীদের বাইরে থেকে অক্সিজেন সরবারহ করতে হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও অক্সিজেন দিতে হচ্ছে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে। এভাবে চলতে থাকলে বরিশালে কেউ মৃত্যু সামাল দিতে পারবে না। এখনো সময় আছে, দ্রুত এর সমাধান করতে হবে।
মানুষের জীবন বাঁচাতে শেবাচিমের করোনা ইউনিটে প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর