ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুরে মসজিদের পুকুর থেকে নুরুল আমিন (১৬) নামে এক কিশোরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফতেপুর বাজার জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুরুল আমিন গোয়াইনঘাটের বরইতলা গ্রামের মঈন উদ্দিনের ছেলে। রোববার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সে নিখোঁজ ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর বাজারে আলমদীনা রেস্টুরেন্টে কাজ করতো নুরুল আমিন। রোববার বেলা ১১টার দিকে গোসলের করতে রেস্টুরেন্ট থেকে বের হয় সে। এরপর আর তার খোঁজ মেলেনি। রেস্টুরেন্টে মালিক আমির উদ্দিন ও নুরুলের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। বুধবার ভোরে ফজর নামাজ শেষে মুসল্লিরা ফতেপুর বাজার মসজিদের পুকুরে নুরুলের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। 

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ধারণা করছি নুরুল আমিন পুকুরে ডুবে মারা গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসপি