গাজীপুরে ২৪ ঘণ্টায় ১৩১ নমুনা পরীক্ষায় ৯৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। এ দিন করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ২৮ শতাংশ। নতুন সাতজন নিয়ে গাজীপুরে করোনায় মারা গেছে মোট ৩৫১ জন

মঙ্গলবার (৩ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, নতুন ৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৩৫ জন, কালীগঞ্জে ১৩ জন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৫ জন ও শ্রীপুরে ১৪ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ১ লাখ ৬ হাজার ৭৪৬ নমুনা পরীক্ষায় ১৯ হাজার ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১১ হাজার ৭৪২ জন, কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৪০৩ জন, কালিয়াকৈরে ১ হাজার ৯৫৫ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬১৭, শ্রীপুরে ২ হাজার ৪৬৯ জন রয়েছেন।

তবে এ পর্যন্ত জেলায় ৩৫১ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪২ জন বলে সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।

শিহাব খান/এমএসআর