সাভারে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় সিইসি কেএম নূরুল হুদা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা আছে বলেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
 
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপিকে সব ধরনের নির্বাচনে আনার চেষ্টা করা হয়। বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়মের সুযোগ নেই বলেই তাদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করা হয়।

কেএম নূরুল হুদা বলেন, সাধারণত নির্বাচনে পরাজিত দল কারচুপির অভিযোগ তোলেন। এ ধরনের প্রবণতা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সব দেশেই এমন অভিযোগ লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও অবস্থান করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা রয়েছে। এই আস্থায় কেউ আঘাত করতে চাইলে কিংবা অসন্তোষ সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাহফুজ পুলক, সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদ প্রমুখ। 

এমএসআর