চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুর ২টা থেকে বুধবার (০৪ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। 

এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। ১১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।  এ নিয়ে গত দুদিনে করোনা ইউনিটে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- হোসনেয়ারা বেগম (৭০), রহিমা বেগম (৩৮) ও রানু বেগম (৫৪)। এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আব্দুল কবির (৬৫), রব কাজী (৮০), নুরজাহান (৩৫), রহিমা (৪০), রশিদা বেগম (৭০), বাবুল (৪৫), মোহন (৭০), আলী আজম (৭০), মো. শামসুল (৭২), রোকেয়া বেগম (৭৫) ও শফিউল্লাহ (৮০)।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুরে এখন পর্যন্ত করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৩ জন। এর মধ্যে সদর উপজেলার ৬৪ জন, মতলব দক্ষিণের ১০ জন, মতলব উত্তরের ১৩ জন, কচুয়ার ৮ জন, হাজীগঞ্জের ২৫ জন, শাহরাস্তির ২২ জন, ফরিদগঞ্জের ২৭ জন ও হাইমচর উপজেলার ৪ জন রয়েছেন।  

শরীফুল ইসলাম/আরএআর