ফরিদপুরে একটি সংবাদপত্র বিক্রয় কেন্দ্রে গিয়ে বিক্রয় প্রতিনিধিকে ৪০০ টাকা জরিমানা করেছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জরিমানার শিকার বিক্রয় প্রতিনিধির নাম বিজয় দাস।

জানা গেছে, বিজয় দাস নিজে পত্রিকার এজেন্ট ও বিক্রেতা। ‘উর্মি কম্পিউটার ফটোস্ট্যাট ও সংবাদপত্র সেন্টার’ নামে দোকানটির মালিক তিনি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান ওই এলাকায় যান। এ সময় বিজয় দাস দোকানে অবস্থান করছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান খোলা রাখার কারণ জানতে চান বিজয় দাসের কাছে। বিজয় দাস ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংবাদপত্র বিধিনিষেধের আওতামুক্ত। এজন্য তিনি দোকান খোলা রেখেছেন।’ এ জবাব শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেপে যান এবং দোকান খোলা রাখার দায়ে বিজয় দাসকে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৯ ধারায় ৪০০ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, তিনি কোনো পত্রিকার দোকানে জরিমানা করেননি। স্টেশনারির দোকানে জরিমানা করেছেন।
 
এমএএস/জেএস